এফএনএস: যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে কনক সরদার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। গতকাল শুক্রবার উপজেলার প্রেমবাগ ইউনিয়নের তীর্থ ধামের সামনে গণি মিয়ার সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কনক সরদার একই ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোশারফ সরদারের ছেলে। পরিবার সূত্র জানায়, ফুটবল বিশ্বকাপে ব্রাজিল-সার্বিয়ার খেলা দেখার কথা বলে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কনক বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে ফিরে না আসায় সকালে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে স্থানীয় গণি মিয়ার সরিষা ক্ষেতে কনকের কাদামাখা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রহমান জানান, মরদেহের পাশে ট্রান্সফরমার চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।