আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বদরতলায় সনাতন ধর্ম জাগরণী সংঘের কর্মপরিকল্পনা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বদরতলা সরকারী বিদ্যাদলয়ে সনাতন ধর্ম জাগরণী সংঘ এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রী শ্রী প্রণব মঠের সভাপতি স্বামী দিগ্বিজয়ান্দ মহারাজ। সংঘের সভাপতি শিক্ষক কানাই লাল মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক গোপাল কুমার মন্ডল, হিন্দু মহাজোটের অসিম মডল, অমল কৃষ্ণ ব্রহ্মচারী। সভায় বক্তারা বলেন সনাতনধর্ম জাগরণী সংঘের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হলে গ্রামের প্রতিটি শিশু ধর্মীয় জ্ঞানের পাশাপাশি পরিবার সমাজ তথা রাষ্ট্র উপকৃত হবে। তাই আমরা সকলেই এগিয়ে এসে সনাতন ধর্ম জাগরণী সংঘের দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন বিদ্যালয় গঠন করতে হরে। এসময় সংঘের পরিচালক সুশান্ত মলিক সংঘের লক্ষ্য ও উদেশ্য এবং তাদের কর্মকান্ড নিয়ে পর্দার মাধ্যমে প্রদর্শন করেন। প্রভাষক বরুন মলিক ও সুভংকর বাছাড়ের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক কার্তিক মন্ডল। এসময় প্রভাষক রবীন্দ্রনাথ সরকার, ইউপি সদস্য সুভাষ মন্ডল, প্রাধান শিক্ষক পরিমল মন্ডল সহ ১১টি বিদ্যালয়ের সভাপতি মন্ডলী উপস্থিত ছিলেন।