শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মে দিবস’ শ্রমিকদের মর্যাদা ব্যতীত দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয় মার্কিন রনতরিতে হুতিদের ড্রোন হামলা আগুন ঝরা তাপদাহ নানান ধরনের রোগ ছড়াচ্ছে মসলা যুক্ত ভারী খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের ডাঃ শরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন জিরো পয়েন্ট রুপালী ব্যাংকর নতুন শাখা উদ্বোধন ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফতেপুর ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় বিআরটিএ মোবাইল কোর্ট অব্যাহত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শ্যামনগরে তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত

নকশীকাঁথার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “এক হই! নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে সক্রিয় হই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল ২৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় নকশীকাঁথার আয়োজনে বাদাবন সংঘের সহযোগিতায় বিভিন্ন সংগঠন সহ প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা প্রেসক্লাব চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদের সভাপতিত্বে এবং নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, অধ্যাপক মানববেন্দ্র দেবনাথ, সাবেক ইউপি সদস্য লতিফা রহমান ঝর্ণা, প্রচেষ্টা মহিলা সমিতির সভানেত্রী সুফিয়া খাতুন, মরমী মহিলা সমিতির নির্বাহী পরিচালক প্রতিমা রাণী মিস্ত্রী, সিডিও ইয়ুথ টিমের প্রতিনিধি হাফিজ, যুব ফরমের সভাপতি মোমিনুর রহমান, নকশীকাঁথার স্বেচ্ছাসেবক ওসমান গণি সোহাগ প্রমুখ। মানববন্ধনে বক্তরা, ভূমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে, নারী ও কিশোরী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে, নারীর প্রতি সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে। নারী এগিয়ে যাচ্ছে এটি যেমন সত্য, আবার নারী নির্যাতন বেড়েছে সেটিও অস্বীকার করার উপায় নেই। করোনাকালে গত দুই বছরে নারী নির্যাতনের মাত্রা বেড়েছে। শুধু আইন থাকলেই নারী নির্যাতন প্রতিরোধ করা যায়না। আইনের প্রয়োগ জরুরি। সেই সাথে নারীর শিক্ষা ও ক্ষমতায়নও জরুরি। সংবিধানেও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। কিন্তু আইনের কার্যকর প্রয়োগে ঘাটতি রয়েছে। দুর্বল আইনের শাসন দিয়ে নারী নির্যাতন প্রতিরোধ করা যাবেনা। আইনের কঠোর প্রয়োগ সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট বিভিন্ন দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com