কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় পরিবেশ অধিদপ্তরের কারণ-দশর্অনোর নোটিশ অমান্য করে বিশেষ ভাবে তৈরি চুলীতে দৈনিক শতশত মণ কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কাজ চলিতেছে। উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ গয়ড়ার আইয়ুব হোসেন আনছারীর বাড়ীর ভিতরে এই চুলী স্থাপন করে এ এসব কয়লা তৈরী করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সীমান্তগামী কলারোয়া-চান্দুড়িয়া সড়কের গয়ড়া মোড়ের উত্তর পাশে সাবেক মেম্বর আইয়ুবের ইটভাটা। বর্তমানে ওই স্থানটি ভাটার মোড় নামে পরিচিত। ভাটার মোড় থেকে উত্তরে গয়ড়া বাজারে যাওয়ার রাস্তা। ভাটার মোড় বা কলারোয়া-চান্দুড়িয়া সড়কের ১০০ গজ উত্তরে রামভদ্রপুর সড়কের পশ্চিম গায়ে আয়ুব মেম্বরের দ্বিতল ভবন। ওই ভবন কেন্দ্রীক বাউণ্ডারী ওয়ালের ভিতরে রাইচ মিলের ছদ্মাবরণে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির সাতটি চুলী স্থাপন করা হয়েছে। তবে চুলী ও ইটভাটার পাশে জনবসতি রয়েছে। চুলীর ধোয়ায় এলাকা সব সময় কুয়াশাচ্ছন্ন। পাশের গাছপালা বিবর্ণ হয়ে পড়ছে। ধোয়ায় রৌদ্র উজ্বল দুপুরে ক্যামেরার ছবি কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। এলাকায় পরিবেশ দূষণ চরমে পৌছালেও প্রভাবশালী এই ব্যক্তির বিরুদ্ধে র্কাও মুখ খোলার সাহস নেই। চুলীতে কর্মরত কয়েকজন শ্রমিক জানায়, নতুন নতুন সাহেব এসে বাণ্ডিল নিয়ে চলে যায়। আপনারা মালিকের কাছে যান। তারা সারা বছর এখানে কাজ করে রোজগার করতে পারে। এসব চুলীতে তাদের বা এলাকার বা পরিবেশের কোন ক্ষতি হয় কি না- কর্মরত শ্রমিকরা তা জানে না। তাদের আয় রোজগার এটাই তারা বোঝে। তবে এ ব্যাপারে কথা বলার জন্য চুলীর মালিককে পাওয়া যায় নি। চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, ওই স্থানে কাঠ পুড়িয়ে কয়লা পোড়ানো কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই চুলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দরকার বলে তিনি মনে করেন। এছাড়া কলারোয়ার হেলাতলায় ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের পশ্চিম পাশে হাওয়া ভাটা। হাওয়া ভাটার উত্তর পাশে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির আরো ৮ চুলী চালু রয়েছে বলে জানা গেছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম কলারোয়ায় দুই স্থানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির সত্যতা স্বীকার করে বলেন, এদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া সত্বেও চুলী চালু রেখে দেদারছে কাঠ পুড়য়ে কয়রা তৈরী করে যাচ্ছে। ইতোমধ্যে লিখিত ভাবে ম্যাজিষ্ট্রেট চাওয়া হয়েছে। অনুমতি পেলেই ভ্রাম্যমান আদালত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।