কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন আশার আলো’র পক্ষ থেকে ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে গোয়ালচাতর গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী মোমেনা খাতুনকে এ ছাগল প্রদান করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন আশার আলোর প্রধান উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক আনিছুর রহমান, শিক্ষক বদরুজ্জামান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবিরুজ্জামান, আশার আলোর সভাপতি প্রভাষক আবু সাঈদ সরদার, সহ.সভাপতি শাহিনুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক ডেন্টিস্ট রায়হানুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সভাপতি প্রভাষক আবু সাঈদ সরদার বলেন,আমরা যেন মনবতার কল্যানে নিরপেক্ষভাবে কাজ করে যেতে পারি এজন্য সকলের দোয়া ও সাহায্য চাই। তিনি সমাজের বিত্তবান শ্রেণীকে হতদরিদ্র মানুষের পাশে থাকার আহবান জানান।