এফএনএস: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকা মানবাধিকারের দোহাই দিয়ে জাতির পিতার খুনিদের লালন-পালন করছে। এখনও কিছু খুনি রয়ে গেছে। আমেরিকায় এক খুনি রয়ে গেছে। তাকে আনার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছি। যেহেতু তার ফাঁসির আদেশ হয়েছে, আমেরিকা তাই সেই খুনিকে লালন-পালন করছে। অবশ্য আমেরিকার কারবারই এরকম। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর তিনটার পর জাতীয় পতাকা ও স্বাচিপের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনা তার বক্তব্যে ১৫ আগস্ট জাতির পিতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের প্রসঙ্গ স্মরণ করেন। একইসঙ্গে সেই রাতে আহতদের চিকিৎসায় ঢাকা মেডিকেলের ছাত্র ও চিকিৎসকদের এগিয়ে আসার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘এ ঘটনা শুধু একটি পরিবারকে হত্যার ঘটনা নয়। এই হত্যাকাণ্ড ছিল একটি জাতির ওপর আঘাত, একটি আদর্শের ওপর আঘাত। স্বাধীনতার বিজয়ের ওপর আঘাত।’ ১৫ আগস্টের পর ইতিহাস বিকৃতি থেকে শুরু করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালাসহ তৎকালীন সরকারগুলোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে জাতির পিতার হত্যাকারীদের বিচারের পথ বন্ধ করেছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার অবাক লাগে মাঝে মাঝে। কখনও কোনো হত্যাকাণ্ড হলে যখন আমার কাছে কেউ বিচার দাবি করে, তখন আমার শুধু মনে হয় আমার বাবা-মা ভাইদের হত্যার বিচার করতে আমাকে ৩৫ বছর অপেক্ষা করতে হয়েছে। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে আমরা খুনিদের বিচার করতে পেরেছি। মামলা করতে পেরেছি।’ ‘১৯৮১ সালে যখন বাংলাদেশে গেছি মামলা করতে গেছি। আমার কিন্তু মামলা করার অধিকার ছিল না তখন। তখন মামলা নেয়নি।’ এই যে বিচারহীনতার সংস্কৃতি মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি; তখন থেকেই তো শুরু বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। ‘তবু আমি আলাহর কাছে শুকরিয়া আদায় করি আর জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই। অন্তত তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল বলেই এই হত্যার বিচার করতে পেরেছি। কিন্তু এখনো কিছু খুনি রয়ে গেছে। আমেরিকায় এক খুনি রয়ে গেছে। তাকে আনার জন্য বারবার আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু তার ফাঁসির আদেশ হয়েছে, আমেরিকা তাই সেই খুনিকে লালন-পালন করছে।’ অবশ্য আমেরিকার কারবারই এরকম বলে কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। নাম উলেখ না করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে যেমন একজন ড্রাগ ডিলার, বারবার পুলিশ তাকে ধরতে গেছে,পুলিশের ওপর হামলা করেছে। র্যাব ধরতে গেছে হামলা করেছে। ১৪টি মামলার আসামি এবং ড্রাগসহ ধরা পরলে পুলিশের ওপর তার গ্র“প গুলি করে, র্যাবের ওপর গুলি করে এবং তারপরও সেও গুলি খায় মারা যায়।’ ‘তার জন্য আমাদের দেশের কিছু লোক বিভিন্ন জায়গায় তদবির করে বেড়ায়। অথচ এই ড্রাগ ডিলারদের খোঁজ আনতে যেয়ে ধরতে যেয়ে আমাদেরই একজন এয়ারফোর্সের অফিসার তাকে ড্রাগ ডিলাররা হরণ করে নিয়ে যায় এবং অত্যন্ত নির্মমভাবে তাকে মারে। এই মাত্র কিছুদিন আগের ঘটনা। এ ব্যাপারে কিন্তু এদের কোনো উদ্বেগ নেই। মানবাধিকার সংস্থাগুলোরও উদ্যোগ নেই বা যারা আমাদের ওপর স্যাংশন দেয়। আমেরিকারও কোনো উদ্বেগ নেই। কারও কোনো উদ্বেগ নেই। কেমন একটি অদ্ভুত বিশ্ব পরিস্থিতি, সেটিই আমার অবাক লাগে?’ তিনি আরও বলেন, ‘একজন কানাডায়, একজন পড়ে আছে আমেরিকায় আর দুইজন পাকিস্তানে। পাকিস্তানে রশিদ আর ডালিম। আরেকজনের খবর পাওয়া যাচ্ছে না, কখনও ভারতে কখনও জার্মানিতে। বিভিন্ন জায়গায় মোসলেম উদ্দিন। তারপরও আমাদের প্রচেষ্টা আছে। পৃথিবীর যেখানেই থাক, যেভাবেই হোক এদেরকে ধরে এনে এদেরকে সাজা অবশ্যই আমরা নিশ্চিত করব ইনশাআলাহ। সেটিই আমি চাই।’ প্রধানমন্ত্রী তার সরকারের মেয়াদে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করার ফিরিস্তি তুলে ধরেন সারাদেশ থেকে সম্মেলনে আসা আওয়ামীপন্থী চিকিৎসকদের সামনে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুর তিনটার পর জাতীয় পতাকা ও স্বাচিপের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন তিনি। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত বেজে ওঠে। এ সময় উপস্থিত সকলে কণ্ঠ মেলান। তার আগে শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো হয়। পরে স্বাচিপের থিম সং পরিবেশনসহ স্বাস্থ্য সেবার আলোর মিছিল শীর্ষক একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। স্বাচিপের মহাসচিব ডা. এম এ আজিজ সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। স্বাচিপের সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। ২০১৫ সালের ১৩ নভেম্বর স্বাচিপের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলেও ওইদিন কমিটি গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়ে সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান সভাপতি ও অধ্যাপক ডা. এম এ আজিজ মহাসচিব হিসেবে নির্বাচিত হন। সংগঠনের গঠনতন্ত্র অনুসারে পাঁচ বছর পর অর্থাৎ ২০১৮ সালের নভেম্বরে পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মহামারি করোনার কারণে গোটা বিশ্ব থমকে যাওয়ার স্বাচিপের সম্মেলনের আয়োজন করা সম্ভব হয়নি।