আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রধান শিক্ষক আব্দুর রহিম সভাপতি ও সম ফজলুর রহমান সাধারণ সম্পাদক সহ তাদের প্যানেলের বিভিন্ন পদে ১৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশন গত ১৮/১১/২০২২ তারিখ শুক্রবার ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী তপশীল ঘোষনা করেন। তপশীল ঘোষনার পর গত ২০ নভেম্বর সভাপতি পদে আব্দুর রহিমসহ তার প্যানেলে ১৩ প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন পত্র ক্রয় করেন। অপর প্যানেলে সভাপতি পদে আবুল কালাম আজাদসহ ১১ প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন পত্র ক্রয় করেন। ক্রয়কৃত মনোনয়ন পত্র গত ২১ নভেম্বর জমা দেন। ২৪ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও ২৫ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ছিল। দিনভর আবুল কালাম আজাদসহ তার প্যানেলভুক্ত সকল প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেন। ফলে বিনা প্রতিদ্বন্দিতায় আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ তার প্যানেলের ১৩ প্রার্থীরা নির্বাচিত হন। গতকাল সকালে নির্বাচন কমিশন আব্দুর রহিম, নির্বাচন কমিশন-সচিব পরেশ অধিকার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন।