পাটকেলঘাটা প্রতিনিধি \ গতকাল বিকাল ৪টায় পাটকেলঘাটা ফুটবল ময়দানে শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় যে দুটি দল অংশ গ্রহন করে তার একদিকে খুলনার পাইকগাছা ফুটবল একাদশ ও ভাদড়া ফুটবল একাদশ। পাটকেলঘাটা যুব ক্রীড়া ক্লাব ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে ফুটবল টূর্ণামেন্টে পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, আ’লীগ নেতা মেহেদী হাসান বাবু, মোঃ রিপন হুসাইন, মিনহাজুল হক মুনমুন, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা উপজেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাটকেলঘাটা শাখার সভাপতি শেখ শাহিদুজ্জামান পাইলট ও পাটকেলঘাটা যুব ক্রীড়া ক্লাবের সভাপতি মাহবুব হোসেন মিন্টু। খেলাটি নির্ধারিত ৯০ মিনিটে শেষ না হওয়ায় রেফারী ট্রাইবেকারে মাধ্যমে ম্যাচ পরিচালনা করেন। ট্রাইবেকারে পাইকগাছা ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে ভাদড়া ফুটবল একাদশকে পরাজিত করে।