কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে শিক্ষার্থীদের শ্লীলতাহানীর অভিযোগে স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালর প্রধান শিক্ষক আশরাফুর রহমান ও দপ্তরী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। অভিভাবক ও গ্রামবাসির অবরোধের মুখে রবিবার বেলা ৩টায় প্রতিষ্ঠান থেকে তাদেরকে আটক করা হয়। উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক স্বরাব্দীপুর গ্রামের মনিরুল ইসলাম, ইউনুছ গাজী, শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আরিজুল ইসলাম অভিভাবক নুর ইসলাম জানান, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান দুপুরে টিফিন খাওয়ার সময় এক এক করে ছাত্রীদের দোতলায় ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিতেন। অভিভাবক শাহীনুর রহমান তিন মাস পূর্বে তার মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় অভিযোগ করেন। এ সময় প্রধান শিক্ষক আশরাফুর রহমান মুচলেকা দিয়ে ও ক্ষমা চেয়ে রক্ষা পান। এরপরও থেমে থাকেনি প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকান্ড। স¤প্রতি বিষয়টি বিদ্যালয়ের অধিকাংশ অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। একইভাবে বিদ্যালয়ের দপ্তরী সাইফুল ইসলামের বিরুদ্ধেও শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ দীর্ঘ দিনের। বাধ্য হয়ে প্রধান শিক্ষক ও দপ্তরীকে গ্রেফতার এবং বিচারের দাবীতে শত শত অভিভাবক ও গ্রামবাসি একত্রিত হয়ে রবিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় ঘেরাও করে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। বিকেল তিনটার দিকে থানার উপ-পরিদর্শক মিলন বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এসে প্রধান শিক্ষক ও দপ্তরীকে আটক করলে তারা অবরোধ তুলে নেয়। স্বরাব্দীপুর গ্রামের শোকর আলী, মোস্তাফিজুর রহমান, আব্দুল জলিল খাঁ, সাবেক ইউপি সদস্য ডাঃ আব্দুল কাদের ও বর্তমান ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালিন আশরাফুর রহমান শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে লাঞ্ছিত হন। নিজ গ্রামের স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করলেও তার চরিত্র কোন পরিবর্তন হয়নি। বাধ্য হয়ে অভিভাবকদের বিদ্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহন করেন। স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান ও দপ্তরী সাইফুল ইসলাম সঙ্গে রবিবার বিকেলে তাদের মোবাইল ফোনে যোগোযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হুদা জানান, প্রধান শিক্ষক আশরাফুর রহমান ও দপ্তরী সাইফুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের বিষয়টি দূর্ভাগ্যজনক। শীঘ্রই বিদ্যালয়ের পরিচালনা কমিটির জরুরী মিটিয় ডেকে প্রধান শিক্ষক ও দপ্তরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম জানান, যৌন হয়রানির শিকার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। যেহেতু বিষয়টি থানায় অভিযোগ করা হয়েছে পুলিশ প্রধান শিক্ষক ও দপ্তরীকে থানায় ধরে নিয়ে গেছে। (ভারপ্রাপ্ত) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রবিবার তিনি একটি মিটিং এ থাকাকালিন সময় সরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেরাও করার বিষয়টি জানতে পারেন। ডিউটি অফিসার উপ-পরিদর্শক নকীব পান্নু আহম্মেদ জানান, গণরোষের হাত থেকে বাঁচাতে স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান ও দপ্তরী সাইফুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে। শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মনিরুল ইসলাম নামের এক অভিভাবক বাদি হয়ে গতকাল বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাতক্ষীরা থেকে ফিরে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।