মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মুন্সীগঞ্জ ইউনিয়নে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ জাতীয় সংসদ সদস্য সুপারিশ ক্রমে হরিনগর বাজার সুন্দরবন সংলগ্ন বনশ্রী মাঃ বিদ্যালয় ৫ তলা ভবন নির্মাণ উদ্বোধন করা হয়েছে। বনশ্রী মাঃ বিদ্যালয়ের আয়োজনে ভবন চত্বরে রবিবার বেলা ১১ টা দিকে বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান অসীম মৃধার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর সহকারী প্রকৌশলী হাসিব শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিম আকবর কবীর, জেলা পরিষদের মহিলা সদস্য শিল্পী রানী মৃধা, সাতক্ষীরা উপ সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, একাডেমি সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিসার মিনা হাবিবুর, উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ সাঃ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম।