স্টাফ রিপোর্টার \ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনায় বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে গেছে। বাংলাদেশের খাদ্য পণ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশে এক ইঞ্চি জমি খালি রাখা যাবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেই লক্ষ্যে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে হবে। শাক-সবজি ফলমূল যেকোনো ধরনের খাদ্য সামগ্রী লাগাতে পারেন। কৃষি সচিব সায়েদুল ইসলাম গতকাল দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজে সরিষা ও সূর্যমুখী বীজ বপন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে, কৃষি সচিব আরো বলেন, বর্তমান চলমান যুদ্ধের কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে। আগামীতে আরও খাদ্য সংকট দেখা দিতে পারে। এইজন্য যার যার অবস্থান থেকে সকল অনাবাদি জমিতে খাদ্য সামগ্রী উৎপাদনের চেষ্টা করতে হবে। আমরা কৃষি উৎপাদনে বিপ্লব ঘটিয়ে বিদেশে খাদ্য রপ্তানী করতে চাই।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধদিপ্তরের মহাপরিচালক বেনজরি আলম, পিএইচডি, পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, অতিঃ পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, অতিঃ পরিচালক খুলনা অঞ্চল মোঃ ফরিদুল হাসান, কৃষিবীদ মোঃ নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ, সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধদিপ্তরের ডিডি কৃষিবীদ ড. মোঃ জামাল উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক খালেদ সাইফুলাহ, এনডিসি মোঃ মহিউদ্দিন।