বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

পাকিস্তানে পুলিশের গাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে পুলিশের একটি ভ্যানে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত ও আরো ২৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং বাকি দুজন বেসামরিক নাগরিক। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের বেশিরভাগই পুলিশের সদস্য। কোয়েটায় হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের স্থানীয় সশস্ত্র জঙ্গি সংগঠন ও আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের অনুসারী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। কোয়েটা পুলিশের উপমহাপরিদর্শক গোলাম আজফার মাহেসার বলেছেন, যে গাড়িটি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে, তা নিরাপত্তা কর্মকর্তাদের বহন করছিল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পোলিও টিকাদান কর্মসূচিতে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশের ওই সদস্যদের মোতায়েন করা হয়েছিল। আজফার মাহেসার আরো বলেন, বুলেলি জেলায় বিস্ফোরণের ওই ঘটনায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন; যাদের ২০ জনই পুলিশ সদস্য। পুলিশের গাড়িতে হামলার নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেনজো। একই সঙ্গে তিনি কাপুরুষোচিত এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সূত্র: আলজাজিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com