তালা প্রতিনিধি \ দাতা সংস্থা খ্রীষ্টিয়ান এইড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ইয়ুথ একশন ফর সোশাল ইনক্লুশন প্রকল্পের আওতায় তালা উপজেলায় দলিত ও পিছিয়ে পড়া নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজের মুল ¯্রােতধারায় সম্পৃক্ত করে মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। উক্ত প্রকল্পের আওতায় ২৯ নভেম্বর (মঙ্গলবার) সকাল- ১০ টায় তালা প্রাণী সম্পদ অফিসের সভা কক্ষে দলিত জনগোষ্টির জীবনমান উন্নয়নে “দলিত ও সুবিধা বঞ্চিত নারী সদস্যদের জন্য উপার্জন মুখী প্রশিক্ষন” অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্তকুমার বিশ^াস। বিশেষ অতিথী ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ^াস। প্রশিক্ষনে সভাপতিত্ব করেন, দলিত সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন দলিতের প্রকল্প ব্যবস্থাপক জনাব বিকাশ কুমার দাস। সার্বিক সহযোগিতা করেন দলিত সংস্থার পবিত্র দাস, দীপ্তি দাস ও যুগোল সরকার। প্রশিক্ষনে প্রকল্পের ইয়ুথ দলের নারী সদস্যরা অংশগ্রহন করেন। একই প্রশিক্ষন দাকোপ ও ডুমুরিয়ায় উপজেলায় অনুষ্টিত হয়। প্রশিক্ষন পরবর্তী সর্বমোট ৪৫ জন নারীকে ছাগল প্রদান করা হবে।