বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া ঢালীবাড়ি জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মসজিদের মুসলিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। হাফেজ মোঃ আছাফুর রহমানকে সভাপতি, মোঃ কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ মমিন হোসেনকে কোষাধ্যক্ষ করে ২৯ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে শাহজাহান গাজী, আব্দুল গফুর সরদার, শওকত হোসেন, রফিকুল ইসলাম খোকন, শহিদুল ইসলাম শহীদ, আব্দুল লতিফ, এশার আলী, রেজাউল ইসলাম, আতিকুল ইসলাম, আনারুল ইসলাম, তারিকুল ইসলাম, হাফিজুল ইসলাম, ইয়াকুব আলী, ইউনুস আলী, শাহিন আলম, আপ্তাবুজ্জামান প্রমুখ। কমিটি গঠন অনুষ্ঠানে সহযোগিতা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বারিকুল ইসলাম, সমাজ সেবক মনিরুজ্জামান পলাশ, দাতা সদস্য আব্দুল গফুর সহ অনেকে।