কালিগঞ্জ প্রতিনিধি\ “আতœশক্তিতে বলিয়ান ব্যাক্তি কখনো দরিদ্র হতে পারেনা” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে সহনশীলতা ও স¤প্রীতির চেতনায় তরুণ নেতৃত্ব বিকাশ কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবঅ সংস্থা দি-হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে উপজেলা অফিসার্স কল্যান ক্লাব মিলনায়তনে শুরুতে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের সকল কার্যক্রম তুলে ধরেন কর্মকর্তা সিদ্দিকুর রহমান। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা‘র সভাপত্বিতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। দি-হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রজেক্ট অফিসার রুবিনা আক্তার ও উপজেলা কো-অডিনেটর রাসেল আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ জামান বাপ্পি, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাংক বরুণ রায়, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মলিক, শিক্ষক শিশির দত্ত, ইমাম মাওঃ একরাম উদ্দীন, যুব প্রতিনিধি হারুণ-অর রশিদ প্রমুখ। অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, ধর্মীয় প্রতিনিধি ও উজ্জীবকবৃন্দ উপস্থিত ছিলেন।