মাসুম বিলাহ ঃ প্রতাপনগরে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে জন সচেতনতা মূলক কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশই জনতা জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বেলা ১২টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি আশাশুনি থানা অফিসার ইনচার্জ, মমিনুল ইসলাম, পি.পি.এম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সম্ভজিৎ মন্ডল, আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আশাশুনি থানা কমিউনিটি পুলিশিং কমিটি সাধারণ সম্পাদক এন.এম.বি রাশেদ সরোয়ার শেলী, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিলাহ, উপজেলা সরঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান মাষ্টার মুরাদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ আনিসুজ্জামান, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিলাহ, উন্মুক্ত আলোচনায় স্থানীয় গণ্যমান্য এলাকাবাসী বক্তব্য রাখেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাল দিপু। বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ বৃন্দ, শিক্ষক শিক্ষার্থী বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ বৃন্দ, ইউপি সদস্য সদস্যা বৃন্দ, সর্বশ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উলেখ্য সভার শুরুতেই ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী অধ্যক্ষ ডাঃ আ,ফ,ম রুহুল হক এমপি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগের সাবেক সম্পাদক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি মাষ্টার রিয়াছাত আলী মামুন।