বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে মহিলা মিশন উন্নয়ন সংস্থার উদ্যোগে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর অর্থায়নে ও নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের নেতৃত্বে কৃষিকাজ বাস্তবায়নের লক্ষ্যে ইনকাম জেনারেটিং কার্যক্রমে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রকল্পের আওতায় ২৯ নভেম্বর মঙ্গলবার বিকালে ৯ জন দরিদ্র কৃষাণি উপকারভোগদের মাঝে ১০ হাজার টাকা হারে মোট ৯০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। উক্ত অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র চেয়ারপার্সন ছকিনা পারভীন ও পরিচালক শেখ আব্দুল্যাহসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। উপকারভোগী কৃষাণিরা হলেন যথাক্রমে ঝর্ণা খাতুন, নুর জাহান খাতুন, আকলিমা খাতুন, তানজিলা পারভীন, সাবিনা ইয়াসমিন, রেক্সনা পারভীন, জাহানারা বেগম, রুবিয়া খাতুন ও হাসিনা পারভীন।