এফএনএস স্পোর্টস: ভারতের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। গত রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে এই দু’দল। তবে ইনজুরির কারণে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। অন্যদিকে শঙ্কা রয়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। ভারতের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজে তাসকিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। আর তাই ‘এ’ দল থেকে ডাকা হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। মূলত পিঠের চোটের কারণেই খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে হাঁটুর ইনজুরির কারণে শঙ্কা রয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। গত বুধবার অনুশীলনের সময় হাঁটুতে চোট পান তামিম। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণম্যাধ্যমকে জানান, তামিমের হাঁটুর ইনজুরি দেখা দিয়েছে। অন্তত ২ সপ্তাহ তার পক্ষে খেলা সম্ভব না। তামিমের স্ক্যান রিপোর্টের অপেক্ষা করছি। তার হাঁটুর ইনজুরি এবং খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ফিজিশিয়ান তাকে স্ক্যান করতে বলেছেন।’