কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ:স্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াসের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার,অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবু নসর, আবু বাক্কর সিদ্দীক, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।