কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা‘র সভাপতিত্বে উপজেলার সম্মেলন কক্ষে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, আ‘লীগ নেতা ও অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, সিনিয়ার মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি কর্মকর্তা অসিম উদ্দিন, তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মেরিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-পরিদর্শক আবু সাঈদ, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, আজিজুর রহমান পাড়, ফেরদাউস মোড়ল, আলিম আল রাজী টোকন, গোবিন্দ মন্ডল, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিম, কালিগঞ্জ সদর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার রফিকুল ইসলাম, শুইলপুর ক্যাম্পের ইনচার্জ নায়ক সুবেদার আব্দুল জব্বার, সাতহালিয়া ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আব্দুল খালেক প্রমুখ। সভায় উপজেলা সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পরে মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।