বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাদাকাটি বাজারের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাজারের চাদনী চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা জজ কোর্টের সিনিয়র আইনজীবি জিয়াউর রহমানের সভাপতিত্বে বাজার কমিটির সেক্রেটারী ইয়াহিয়া সানার সঞ্চালনায় এসময় কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকী ফেরদৌস পলাশ, আশাশুনি সরকারী কলেজের অধ্যাপক মাওলানা হাবিবুলাহ বাহার, ইউপি সদস্য ইয়াকুব আলী বেগ, আলমগীর হোসেন আঙ্গুর, আব্দুল কাদের সানা, বশির আহমেদ টুকু, বিপ্লব রায়, সাবেক ইউপি সদস্য আবু হাসান বাবু, ব্যবসায়ী মাওলানা আহসানউলাহ, মোহছেনুজ্জামান, জাহিদুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাজার কমিটি গঠন, চুরি রোধে করণীয়, বাজারের উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় আগামী ২৫ ফেব্র“য়ারী (শুক্রবার) বিকালে বাজার কমিটি গঠনের লক্ষে একই স্থানে পূনরায় মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।