স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের অদূরে বিনের পোতায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এড নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে ডাঃ শফিকুল ইসলাম, লুৎফর রহমান, মোঃ কামরুজ্জামান, ইউনুছ আলী বুলু, কবির হোসেন, ডাঃ নজরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহিনুর রহমান, এস এম জাহাঙ্গীর হোসেন, ইসমাইল হোসেন সিরাজী, মহব্বত হোসেন, সেলিন আক্তার মন্টু, আতিয়ার রহমান, মোঃ আবু সাঈদ, শফিকুল ইসলাম। মতবিনিময় সভায় সদর ইউনিয়ন বিএনপির ইউনিয়ন কমিটি গঠনের জন্য দুটি সাংগঠনিক টিম তৈরি করা হয়। ওয়ার্ড কমিটি গঠন সহ সংগঠন কে কে শক্তিশালী করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।