স্টাফ রিপোর্টার ঃ রাজারবাগ ঋষিপাড়া শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের রাজারবাগ ঋষিপাড়া শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি সুষমিতা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা জেলা চেয়ারম্যান জ্যোৎস্না আরা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজারবাগ দাশপাড়া কালিমন্দির কমিটির সভাপতি মন্টু কুমার দাশ, শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক লিপিকা দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ অনিমা দাশ, সদস্য অঞ্জলি দাশ, শ্যামলী দাশ, তনু দাশ, ভদ্রা দাশ, প্রকাশ দাশ প্রমুখ। এছাড়া সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমবায় সমিতির লিঃ প্রতিষ্ঠাতা পরিচালক কার্তিক দাশ।