শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটি ৫০ তম বার্ষিক সাধারণ সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ৫০ তম বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের হলরুমে রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজনে সাতক্ষীরা জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সৈয়দ ফিরোজ কামাল শুভ। সভায় ২০২১ সনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন। ২০২২ সনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন। ২০২১ সনের অডিট রিপোর্ট পাশ করা। চলতি বৎসরের আয় ব্যয়ের হিসাব, ২০২৩ সনের ইউনিটের প্রস্তাবিত বাজেটে অনুমোদন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, কার্যকরী কমিটির সদস্য শেখ হারন উর রশিদ, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, মকসুমুল হাকিম, এস এম শওকত হোসেন, মো. রাশেদুজ্জামান রাশি, যুব প্রধান মো. ইলিয়াস হোসেন, উপযুব প্রধান মীর মনোয়ার হোসেন, অফিস সহকারী মো. কামরুল ইসলামসহ সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা, যুব সদস্য ও আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের উপপরিচালক এ এস এম আকতার হোসেন। আজ একই স্থানে মুলতবি সভা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com