আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলায় মটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ সরকার মারা গেছেন। এ দূর্ঘটনায় আহত ৭ জনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ সহ সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা মাদ্রাসা মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কয়েক জন কথা বলছিলেন। আশাশুনিতে থেকে দ্রুত গতির একটি মটরসাইকেল ঘটনা স্থানে পৌঁছে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ গুলোর উপর ছিটকে পড়লে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় মারাত্মক আঘাত প্রাপ্ত গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ সরকারকে প্রথমে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে সাতক্ষীরাতে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।