পাটকেলঘাটা প্রতিনিধি \ গতকাল পাটকেলঘাটা কুমিরা ইউনিয়ন ভূমিহীন সমিতির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিরা হাই স্কুল মাঠে মোহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মলিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ-সভাপতি শেখ শওকাত হোসেন,নদী,বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি হাফিজুর রহমান, শহীদুল ইসলাম,রেজাউল ইসলাম রেজা,ইউসুফ আলী,আবু দাউদ, ইকবল হোসেন, সুজাউদ্দীন গাজী,আবুল হোসেন রুমা,নারী নেত্রী জাহানারা খাতুন,সবুজ হোসেন,জাহাঙ্গীর হোসেন। আলোচনা শেষে আবু তালেবকে আহবায়ক ও আলআমিনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কুমিরা ইউনিয়ন কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন সড়কের দুধারে দিয়ে উচ্ছেদকৃত ভূমিহীনদের অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। জেলায় শত শত একর খাস জমি ভূমিদস্যুরা গায়ের জোরে ভোগ দখল করে আসছে। অবিলম্বে সকল খাস জমি উদ্ধার করে আশ্রয়হীন ভূমিহীনদের মাঝে বন্টন করতে হবে।