আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি সদর বাজার বনিক সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরন করেছে বাজার বনিক সমিতি কতৃপক্ষ। গতকাল আশাশুনি সদর বাজার বনিক সমিতির আয়োজনে সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাজার বনিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশাশুনি সদর বাজার বণিক সমিতির উপদেষ্টা ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল, উপজেলা নাগরিক সমাজের যুগ্ম সম্পাদক এমএম সাহেব আলী, আশাশুনি উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলী, আশাশুনি সদর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু আশাশুনি উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক আল আমিন হোসেনসহ আশাশুনি সদর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে আশাশুনি বুদ্ধিপ্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়।