বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে থানা পুলিশের অভিযানে তিন আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নির্দেশ বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনাকালে এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় আনুলিয়া ইউনিয়নের নাকা গোদরঘাট গ্রামের মৃত ঈমান আলী মোড়লের ছেলে নেছানুর মোড়লকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় কলিমাখালী গ্রামের আব্দুল হাকিম মোল্যার ছেলে সোহরাব হোসেনকে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা বাজার থেকে আটক করে। এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়দল ইউনিয়নের খেড়–য়ারডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রবিউল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে আনুলিয়া বাজার থেকে আটক করেন। আটককৃত আসামীদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।