এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার নূরনগর হরিপুরে সরকারি খাস জায়গার একাধিক গাছ কর্তনের অভিযোগ। অভিযোগ সূত্রে জানাযায়, নূরনগর রামচন্দ্রপুর ভাঙ্গন খাল জলমহালের ভেড়িবাধ এর উপরে থেকে ছোট বড় বিভিন্ন সাইজের ১০ থেকে ১৫টি শিশুফুল গাছ কর্তন করেছে হরিপুর গ্রামের মৃত আজিজুল হক বৈদ্য এর পুত্র মোঃ মিজানুর রহমান মিজান। অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন গিয়ে গাছ কাটার সত্যতা দেখতে পাওয়া যায়। এলাকাবাসী জানায়, শুক্রবার সরকারি ছুটির দিন থাকার সুযোগে অভিযুক্ত মিজানুর রহমান সঙ্গীয় লোকজন নিয়ে সরকারি খাস খাল সংলগ্ন ভেড়ি বাঁধের উপর থেকে অবৈধভাবে গাছ কর্তন করেছে। এবিষয়ে অভিযুক্ত মিজানুর রহমানের কাছে জানতে চাইলেন তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানায়, আমি গাছ কেটেছি আমার রেকর্ডকৃত সম্পত্তির উপর থেকে। আমি কোন খাস জায়গার গাছ কাটেনি। এবিষয়ে নূরনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, সরকারি খাস খালের ভেড়ি থেকে গাছ কাটার বিষয়টি আমি শুনেছি। আমার অফিসের লোক দিয়ে গাছ কাটা বন্ধ এবং কর্তনকৃত গাছ যেখানে যে অবস্থায় আছে সেখানে থাকার ব্যবস্থা করেছি। আগামী রবিবার অফিসে এসে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি খাস জায়গা থেকে গায়ের জোরে গাছ কর্তন করায় এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে।