আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ যতগুলো বিষয়ে বিশেষ ভাবে আলোচিত এবং আলোকিত তার মধ্যে অন্যতম আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞান। বিশ্বের দেশে দেশে আমাদের চিকিৎসা ব্যবস্থা তথা চিকিৎসা বিজ্ঞান যে ভাবে অগ্রগামী এবং এগিয়ে চলছে তা অভাবনীয়, বিস্ময় এবং অতি উচ্চমানের। কয়েক বছর আগেও আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা দেশের অভ্যন্তরে আলো ছড়িয়ে চলছিল কিন্তু বিশ্ব ব্যবস্থা এমন আলো ছড়ানো ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে বর্তমান সময়ে বিশ্বের দেশে দেশে বাংলাদেশের চিকিৎসা সেবা, চিকিৎসা ব্যবস্থা আলো ছড়াচ্ছে। আমাদের দেশের বিপুল সংখ্যক জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেত বিশেষ করে দুরারোগ্য, হাট, লিভার সহ অপরাপর জটিল ও কঠিন রোগে আক্রান্তরা বিশ্বের বিভিন্ন দেশে যেতেন। কিন্তু আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত, আধুনিক ও বিশ্বমানের হওয়ার কারন হেতু দেশের রোগীদের বিদেশ যাওয়ার প্রবনতা হ্রাস পেয়েছে। বাস্তবতা হলো বাংলাদেশের রোগীদের বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্র অনেকটা শুন্যের কোঠায় পৌছেছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সেবা বর্তমান সময়ে অতি উচ্চতায়, বিশ্বমানের এমনটি শতভাগ কিন্তু আমাদের দেশের এক শ্রেনির বিশেষজ্ঞ চিকিৎসকরা রাজধানী ঢাকা কেন্দ্রীক থাকায় দেশের জেলা শহরে এবং মফস্বল কেন্দ্রীক হাসপাতাল গুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব ব্যাপক। দেশ যখন চিকিৎসা ব্যবস্থায় আন্তর্জাতিক বিশ্বে আলোচিত, আলোকিত সেই সময় গুলোতে অত্যন্ত সম্ভাবনাময় সাতক্ষীরার চিকিৎসা ব্যবস্থা আশানুরুপ নয়, সাতক্ষীরার বিশ লক্ষাধীক জনগোষ্ঠী সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ মুখি। কিন্তু উক্ত দুই প্রতিষ্ঠানে যথাযথ চিকিৎসক এর অভাব, এখানেই শেষ নয়, সাতক্ষীরার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসক সংকট। সাতক্ষীরায় সর্বাপেক্ষা অভাব বিশেষজ্ঞ চিকিৎসকের। দেশ এগিয়ে চলেছে স্বাস্থ্য সেবায় সাতক্ষীরার বিশলক্ষাধীক মানুষ যথাযথ চিকিৎসা সেবা পাবেন এমন প্রত্যাশা।