স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস -২০২২ পালিত হয়েছে। “দেশ কল্যান, দারিদ্র বিমোচন, কর্মপরায়ন, উদ্ভাবন, বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গতকাল সকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আরার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতি: জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। এসময় তিনি বলেন এনজিও ফাউন্ডেশন অসহায় মানুষের উন্নয়নের জন্য কাজ করে। এনজিও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। নারীদের পিছিয়ে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সঠিক ভাবে কাজ করতে হলে স্বচ্ছতা ও জবাব দিহিতা থাকতে হবে। বর্তমান যুগে এনজিওদের কাজের পরিধি বেড়েছে। অনেক এলাকায় কুসংস্কার বিদ্যামান ছিল সেখানে এনজিও কাজ করায় কুসংস্কার দূর হয়েছে। তিনি এনজিও ফাউন্ডেশনের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য এড. শাহনাজ পারভীন মিলি, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুলাহ আল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। এর পূর্বে কোরআন থেকে তেলওয়াত করেন সাতক্ষীরা মানবকল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আবুল হোসেন এবং গীতাপাঠ করেন সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনজুর হোসেন, নকশী কাথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, ইডার সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, সুশীলনের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আনসারুজ্জামান, নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী গুলশান আরা, নবজীবনের রাসেল খান, প্রগতি সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ আশেক এলাহী। এছাড়া বিভিন্ন বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উলেখ্য এর পুর্বে বেলুন, ফেস্টুন উড়িয়ে ও র্যালীর মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আবুজাফর সিদ্দিকী।