এফএনএস বিদেশ : অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের দুইটি স্থাপনায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল রোববার স্থানীয় সময় সকালে ইসরায়েলি সেনাবাহিনী এ অভিযান চালায়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই এক টুঁইটার পোস্টে জানান, তাদের যুদ্ধবিমান একটি অস্ত্র কারখানায় হামলা চালায়। যেখানে হামাস রকেট বানায়। দক্ষিণ গাজার একটি টানেলও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তিনি। তবে বোমা হামলায় গাজার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ইসরায়েলে ছোঁড়া রকেটের জবাবে এ হামলা চালানো হয়। ইসরায়েলি বোমা হামলার প্রতিক্রিয়ায় হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।হামাস ২০২১ সালে ইসরায়েলের সঙ্গে ১১ দিনের যুদ্ধ করেছিল। এতে ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়। ফলে উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছায় তখন।