আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেছেন দিপা রানী সরকার। রবিবার সকালে তিনি তার নতুন কর্মস্থল আশাশুনিতে যোগদান করেন। ৩৬ তম বিসিএস ক্যাডার দিপা রানী সরকার এর আগে খুলনা জেলার ফুলতলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপসর গ্রামের অমল চন্দ্র সরকারের কন্যা। নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা এসিল্যান্ড অফিসের সকল স্টাফ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।