বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর বাজার পেরিফেরীর আওতায় নেওয়া হয়েছে এই মর্মে উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস কতৃক বাজার ব্যবসায়ীদের দোকান ইজারা বন্দোবস্থ গ্রহনের জন্য নোটিস প্রদান করা হয় এবং সকল ব্যবসায়ীদের ইজারা গ্রহনের জন্য সময় নির্ধারন করে দেওয়া হয়। এক পর্যায়ে বাজার ব্যবসায়ীবৃন্দ নিদিষ্ট সময়ের মধ্যে ইজারা গ্রহনের আবেদন পত্র জমা করতে ব্যর্থ হওয়ায় গত ৩০শে নভেম্বর বুধবার বাজার চলাকালীন সময়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আসাদুজ্জামান মোবাইল কোর্ট পরিচালার মাধ্যমে বাজারের শতাধীক দোকানে তালা লাগিয়ে দেন। এসময় ব্যবসায়ীবৃন্দ অত্র বাজার ব্যবস্থ্যপনা কমিটির সভাপতি ও নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদকে জানালে তাৎক্ষণিক তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি এর নিকট ৪ঠা ডিসেম্বর রবিবার এর মধ্যে আবেদন পত্র জমা দেওয়ার কথা বলে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলে নেওয়া ব্যবস্থা করেন। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বেলা ১২টায় নূরনগর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এর নিকট বাজার ব্যবস্থ্যপনা কমিটির সাধারন সম্পাদক কাশিনাথ দেবনাথ সহ বাজারের অনান্য ব্যবসায়ীরা আবেদন পত্র জমা প্রদান করেন। অন্যদিকে বাজার ব্যবসায়ীরা সাংবাদিকদের জানান একটি মহল ইজারা আবদনের জন্য দোকান প্রতি পয়ত্রিশ হাজার টাকা দাবি করে দোকান বন্দোবস্থ দেওয়ার পায়তারা চালাচ্ছে। বাজার ব্যবসায়ীদের দাবি ইজারা বন্দোবস্থ গ্রহনের জন্য সরকারের নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা কেহ যেনো নিতে না পারে সে দিকে সংশ্লিষ্ট কতৃপক্ষের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান। এমতবস্থায় ব্যবসায়ীরা হতাশা গ্রস্থ হয়ে বিষয়টি বাজার ব্যাবস্থ্যপনা কমিটির সভাপতিকে জানালে তিনি সরাসরি নূরনগর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা এর নিকট আবেদন পত্র প্রদানের জন্য বলেন। সে লক্ষে আজ অত্র বাজার ব্যবসায়ীরা ইজারা গ্রহনের জন্য আবেদন পত্র জমা প্রদান করেছে।