কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন নবাগত সাতক্ষীরার সিভিল সার্জন ডাক্তার সজিবুর রহমান। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সরকারি হাসপাতালে সিভিল সার্জন ডাঃ সজিবুর রহমানের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবর রহমান, আবাসিক মেডিকেল অফিসার( আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার হাবিবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, অফিস সহকারী আবুল কালাম সহ কর্মরত চিকিৎসক ও সেবিকাবৃন্দ। পরে সিভিল সার্জন ডাঃ সজিবুর রহমান হাসপাতালের অপারেশন থিয়েটার, ওষুধ ঘর, প্রশাসনিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থান ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রুগীদের চিকিৎসা সেবা ও খাদ্য প্রদান সম্পর্কে খোঁজ খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সব শেষে তিনি উপজেলার একাধিক কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন বলে জানা যায়।