স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় এলজিইডি কাপেটিং রাস্তায় কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা বকচরা পরানদহা রাস্তায় কাজের উদ্বোধন করেন আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ তানভীর হোসেন সুজন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মুকুল হোসেন, জিএম ওমর ফারুক, মোঃ মনিরুল ইসলাম, আবু সাঈদ, ডাঃ আলী হোসেন, মাওঃ আব্দুল হান্নান, চৌকিদার শহিদুল ইসলাম। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উলেখ্য সাতক্ষীরায় হাউস বকচরা সড়কে সংযোগ রাস্তা থেকে বকচরা আব্দুল হান্নানের বাড়ি পর্যন্ত ১০২২ মিটার রাস্তাটি গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে।