শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বীর নিবাস পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

মীর আবু বকর \ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির গতকাল সকাল ১২ টায় উপজেলার বৈকারী ইউনিয়নের মিরগীডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জন্য নির্মিত বীর নিবাস পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃস্থ অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি অসহায় সহায় সম্বলহীন মানুষের জন্য চিন্তা করেন। দুঃস্থ অসহায় মানুষের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিপুল সংখ্যক গৃহহীন পরিবারের জন্য ঘরের ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন। তিনি আরো বলেন, ভাতা বৃদ্ধির পাশাপাশি অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাসের ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী অচিরেই বীর নিবাস অস্বচ্ছল বীর মুক্তিযোজার মাঝে প্রাদান কার্যক্রম উদ্বোধন করবেন। এই ঘর গুলি অত্যন্ত সুন্দর ও মজবুত হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে চাল আটা বিতরণ করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। বৈকারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। দুপুরে জেলা প্রশাসক মিরগীডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে সেবার কার্যক্রম দেখভাল করেন। পরে মিরগীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস কক্ষে ঘুরে ঘুরে দেখেন। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেন। শিক্ষকদের কাছে স্কুলে লেখাপড়ার গুণাগতমান বৃদ্ধির জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com