স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাফ জয়ী সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীনকে বিজয়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নিজস্ব উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মীর তানজির আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাফ জয়ী সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীন সাতক্ষীরার গর্ব। সাবিনা খাতুন ও মাসুরা পারভীন বিশ্বের মাঝে বাংলাদেশকে নতুন করে পরিচিতি করেছে। সাবিনা খাতুন ও মাসুরা পারভীনের মত ভাল খেলোয়াড় তৈরী করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার প্রতি গুরুত্ব দিতে হবে। খেলাধূলা মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে মানুষকে দূরে রাখে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুলাহ আল হাদী, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফুজ্জামান আশু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ নুরুল হক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, যুবলীগ নেতা মীর মহিতুল আলম মাহি, জেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ আব্দুল মান্নান, সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, জিয়াউর বিন সেলিম যাদু, মশিউর রহমান বাবু, কামরুজ্জামান রাসেল, ফারহা দিবা খান সাথী, সুমন হোসেন, মীর শাহিন, তানজীম কালাম তমাল, ইকবাল কবির খান বাপি, সম সেলিম রেজা প্রমুখ। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাফ জয়ী সাবিনা খাতুনকে তিন লক্ষ টাকা ও ডিফেন্ডার মাসুরা পারভীন কে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এ্যাসোসিয়েশন ও বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।