এফএনএস: বাগেরহাটের মোংলার দিগরাজ ও বুড়িরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মলমপার্টি চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৬ খুলনার অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, বন্দরের দিগরাজ শিল্প এলাকার একটি ব্যাংক থেকে স্বামীর পেনশনের টাকা উত্তোলন করে এক বৃদ্ধা নারী বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ভ্যানে বৃদ্ধার চোখে মলম লাগিয়ে তার টাকা ছিনিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ মলম পার্টির সদস্যরা। পরে ওই নারীকে পাওয়ার হাউজ পেট্রোল পাম্পের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এরপর র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল বিকেল সাড়ে ৩টার দিকে দিগরাজ ও বুড়িরডাঙ্গা এলাকায় অভিযান শুরু করেন। অভিযানে বৃদ্ধার ছিনতাই হওয়া টাকাসহ ছিনতাইয়ের সঙ্গে জড়িত মলম পার্টির মূলহোতা কামরুল ইসলাম শেখ (৩৫), তার সহযোগী আবদুস সালাম শেখ (৪৮) ও মো. দেলোয়ার শেখকে (৪৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা খুলনার রুপসা উপজেলার বাসিন্দা। গ্রেপ্তারদের গত মঙ্গলবার সকালে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাবের সোপর্দ করা আসামিদের বাগেরহাট জেলহাজতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।