বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা শাখার আয়োজনে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা সড়কে সমিতির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নূরনগর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ আবু সাঈদ, রুহিত দাস, আব্দুর রশিদ, শফিকুল ইসলাম, বিলাল মলিক, মনিরুল ইসলাম, সুজাতা রানী মন্ডল প্রমুখ। সভায় বক্তারা, সুন্দরবনের অভয়আশ্রমে মাছ ধরা নিষিদ্ধ এলাকায় সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্তৃপক্ষের সহযোগিতায় জেলেদের নিয়ে মাছ ধরা হচ্ছে বন বিভাগ সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের ঝঠিকা অভিযান পরিচালনা করে দুর্নীতিবাজ কর্তৃপক্ষ সহ জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়। এছাড়া সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিস প্রকল্পের আওতায় জেলে পলীতে কর্তব্যরত এসডিএফ এর নামমাত্র নিম্নমানের কাজের মাধ্যমে প্রকল্পের বরাদ্দকৃত টাকা লুটপাট করার তীব্র নিন্দা জানানো হয় এবং এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট জোর দাবি জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ ইউসুফ আলী।