আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সাথে আশাশুনি উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের চাপড়াস্থ বাসভবনে এ ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। আশাশুনি গ্রাম ডাঃ কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাঃ রফিক আহমেদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বিনয় কৃষ্ণ মিত্র, বিনয় সরকার, কামরুজ্জামান, বিদ্যুৎ চক্রবর্তী, খলীফাতুলাহ, আব্দুল মাজিদ, আবুল কালাম, জাহাঙ্গীর জাহাঙ্গীর হোসেন টুকু, আলাউদ্দিন, মাওলানা হাবিবুর রহমান ও তরুণ মন্ডল, আব্দুর রশিদ, আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন প্রমুখ। মত বিনিময় কালে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, অধিকাংশ মানুষ সর্বপ্রথম গ্রাম ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। তারপর তাদের পরামর্শক্রমে ভালো কোন ডাক্তারের কাছে যায়। চিকিৎসা সেবায় গ্রাম ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গভির রাতে কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে সর্বপ্রথম গ্রাম ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করে থাকেন। এ সময় গ্রাম ডাক্তারদের যে কোন সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি ।