আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বিরোধপূর্ণ ভিটে বাড়ির পৈতৃক সম্পত্তিতে জোর পূর্বক চলমান পাকা ঘর নির্মাণ কাজ অবশেষে থানা পুলিশের হস্তক্ষেপে নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে ইউনিয়নের নৈকাটি পঞ্চিম পাড়া গ্রামে। নৈকাটি পঞ্চিম পাড়ার মৃত জফর সরদারের পুত্র অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মহিবুল হক কর্তৃক থানায় লিখিত অভিযোগ এবং উভয় পক্ষের সাথে কথা বলে জানা গেছে, নৈকাটি মৌজার জে এল-২২, এসএ খতিয়ান-২৪৪, এসএ দাগ-১৬ এবং হাল দাগ-২১ এর ৫০ শতক জমির উপর অবৈধ ভাবে সম্পূর্ণ গায়ের জোরে পাকা বসত ঘর নির্মাণ করছে একই গ্রামের প্রতিবেশি আফাজদ্দীন সরদারের ছেলে কুরমান সরদার। জমির মালিক পক্ষ মহিবুল হক গং একাধিক বার আদালত ও প্রশাসনের সহযোগিতায় নির্মান কাজে বাধা দিলেও থেমে থেমে কাজ করে বসত ঘরের নির্মাণ কাজ বেশ এগিয়ে নিয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে জমির মালিক পক্ষ পাকা বসত ঘরের ছাদের নির্মাণ কাজে বাধা দিলে তাদের উপর আক্রমন করার চেষ্টা করলে তারা আশাশুনি থানা পুলিশের সহযোগিতা চাইলে থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম এর নির্দেশে এএসআই মারুফ বিলাহ ঘটনাস্থালে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেন এবং বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পূনরায় কাজ না করার কথা বলেন। এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আফাজদ্দীন সরদার ও তার পুত্র কুরমান সরদার বিরোধপূর্ণ সম্পত্তির তাদের নামীও কোন কাগজ পত্র নেই কিন্তু দখল শর্তে পাকা স্থাপনা নির্মাণ করছেন বলে দাবি করেন।