নগরঘাটা প্রতিনিধি ঃ নগরঘাটা পোড়ার বাজারে সস্তায় মিলছে গরুর মাংস। সাড়ে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে কেজি গরুর মাংস! শুনতে অবাক মনে হলেও বিষয়টি সত্য। সাধারণত বাজার গরুর মাংস কেজি প্রতি বিক্রি হয়ে থাকে ৬শ থেকে সাড়ে ৬শ টাকায়। প্রতি সপ্তাহের শুক্রবারে পাটকেলঘাটার নগরঘাটা পোড়ার বাজারে ২/৩ সুস্থ গরু জবাই করা হয়ে থাকে বিক্রয়ের জন্য। বৃহঃপতিবার বিকাল থেকে গরুটিকে পিকআপে করে নগরঘাটা সহ আশপাশের এলাকায় ঘুরানো হয় সকলকে দেখানোর জন্য। স্থানীয় কয়েকজন বলেন, এত বড় গরু গ্রামের বাজারে খুব একটা জবাই করা হয় না। গরুটি দেখতেও খুব সুন্দর। যেহেতু একনজর দেখেছি ইচ্ছা আছে আগামীকাল মাংস ক্রয় করবো। গোস বিক্রেতা মোজার বলেন, শুক্রবার প্রায় ৩ লক্ষ টাকা মূল্যে কেনা গরুটি বিক্রয়ের জন্য জবাই করা হবে। যার নগদে প্রতি কেজি মাংসের মূল্য ধরা হবে সাড়ে ৫শ টাকা।