স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবি আলাউদ্দীন আহমেদ দাফন সম্পন্ন হয়েছে। গতকাল জোহর বাদ সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুলাহ, সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র আইনজীবি গোলাম মোস্তফা, জাতীয় পার্টির জেলা সভাপতি শেখ আজহার হোসেন, মরহুমের জামাতা আয়কর উপদেষ্টা শেখ রোকনুজ্জামান। মরহুমের কর্মময় জীবনের সততা, নিষ্ঠা এবং আইন বিষয়ে সুদৃঢ় পান্ডিত্ব বিষয়ে সংক্ষিপ্ত স্মৃতিময় বক্তব্য তুলে ধরেন এড. সৈয়দ এখলেছার আলী বাচ্চু। জানাযায় মরহুমের আত্মীয় স্বজন, আইনজীবী, শুভাকাঙ্খী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের লাশ কাছারীপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উলেখ্য গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য আইনজীবি আলাউদ্দিন আহমেদ।