শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

শীতার্তদের মাঝে কম্বল প্রকল্পের শুভ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল উপহার প্রকল্প-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১০ ডিসেম্বর শনিবার বেলা ১২ টায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে জনপ্রিতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, অত্র ফাউন্ডেশনের কর্মকর্তা-সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হতদরিদ্র, গরিব, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ। এ সময় তিনি বলেন, আজ নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে সারা শ্যামনগর মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ও সারা শ্যামনগরের মানুষের প্রশংসায় ভাসছেন। এই বছর সর্বপ্রথম অত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছে এবং যাদেরকে এই শীতবস্ত্র দেওয়া হচ্ছে তারা আসলেই ১০০% প্রকৃত পাওয়ার যোগ্য। এই সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করি ও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আপনারা সকলেই এই সংগঠনের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন যেন এই ফাউন্ডেশন টি অত্র এলাকায় অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরনগর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শেখ হাবিবুল আলম ও অত্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাঃ আলহাজ্ব শেখ আইয়ুব আলী। আমান্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাকির হোসেন, মোঃ আনারুল ইসলাম, শুভ সাহা, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হাবিবুল­াহ, হাফিজ হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তৌকীর হাসান সোহাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com