নগরঘাটা প্রতিনিধি ঃ তালার নগরঘাটায় মৎস্য ঘেরের ভেড়িতে মিষ্টি কুমড়ার সফল চাষ শেষে একই ভেড়িতে পেঁয়াজ চাষ করে বাড়তি আয়ের পথ বেছে নিয়েছেন চাষী মোঃ মশিয়ার রহমান। অনাবৃষ্টির কারণে এ বছর মৎস্য ঘেরের ভেড়িতে নতুন পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে এলাকায় রীতিমত সাঁড়া ফেলে দিয়েছেন তিনি। ভেড়িতে কোন প্রকার চাষাবাদ ছাড়াই পেঁয়াজ চাষ করেছেন ঐ চাষী। সরেজমিনে গিয়ে দেখা গেছে ভেড়িতে পর্যাপ্ত পরিমানে পেঁয়াজের চাষ হয়েছে। চাষী মোঃ মশিয়ার রহমান দৈনিক দৃষ্টিপাতকে জানান পেঁয়াজর বীজ রোপণের পূর্বে প্রথমে তিনি ভেড়ির সকল আগাছা সুন্দর ভাবে পরিস্কার করে নিয়েছেন। তারপর হাত কুদাল কিংবা কৃষি কাজে ব্যবহারিত অন্যান্য কৃষি উপকরণ দিয়ে ভেড়ি ভালো ভাবে খুঁড়ে নিয়েছেন। মাটি খোঁড়া শেষ হওয়ার পর পরিমান মত রাসায়নিক সারসহ অন্যান্য জৈব সার বপন করে মাটি ভালো ভাবে মিশিয়ে নিয়েছেন। এরপর তিনি ভেড়িতে সারি সারি পড় কেটে পেঁয়াজের বীজ সুন্দর ভাবে রোপন করেছেন। বীজ রোপণের কিছুদিন পর পেঁয়াজের চারা সম্পূর্ণরুপে বের হওয়ার পর সেচ দেন। মোঃ মশিয়ার রহমান জানান ভেড়িতে তিনি ৫৫ কেজি ইন্ডিয়ান জাতের পেঁয়াজের বীজ রোপন করেছেন। বীজ রোপন থেকে শুরু করে এই পর্যন্ত তার সর্বমোট খরচ হয়েছে ৪ হাজার ৮ শত টাকা। তিনি জানান বর্তমানে রাসায়নিক সারসহ কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে সবজি চাষে লাভের দেখা মিলছে খুব কম। উপজেলা কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা পেলে এ এলাকায় হয়তো একদিন কৃষি বিপ্লব ঘটানো সম্ভব হবে।