বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ভারতের কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক \ সিরিজ জয়ের ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জয় পায় বাংলাদেশ। জবাবে আজ ছিল ভারতকে হোয়াইট ওয়াশ করার মিশন। টস জিতে প্রথমে ব্যাট করার জন্য ভারতে আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক। দলীয় ১৫ রানে প্রতম উইকেট হারানোর পর ক্রিজে যেনো দেওয়াল গড়ে তুলে ভারতের ব্যাটাররা। চুম্বকের মতো দাঁড়িয়ে রানের পাহাড় গড়তে থাকে ইশান কিশান ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলীয় ৩০৫ রানে। ১০টি ছয় ও ২৪টি চারের সাহায্যে ১৩১ বলে ২১০ রান তাসকিনের বলে ক্যাচ আউট হন ইশান। ইশান আউট হওয়ার পর একে একে পড়তে থাকে ভারতের উইকেট। কিন্তু সচল থাকে রানের চাকাও। বিরাট কোহলি করেন করেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ১১৩ রান। ফলে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪০৯ রান। ৪১০ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই চাপে থাকে মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে প্রথম দুই ম্যাচ জয়ী বাংলাদেশ। দলীয় ৩৩ রানে প্রথম উইকেট পড়ার পর কোনো ব্যাটারই যেনো ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন সাকিব আল হাসান। ফলে ৩৪ ওভারে ১৮২ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। জাবাবে ২২৭ রানে পরাজয়ের স্বাদ পায় টাইগাররা। খেলা শেষে বাংলাদেশ দলের হাতে তুলে দেওয়া হয় সিরিজ জয়ের ট্রফি। প্লেয়ার অব দ্যা সিরিজ নির্বাচিত হন মেহেদী হাসান মিরাজ। এছাড়া প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ভারতের ইশান কিশান। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৫০ ওভারে ৪০৯/৮ (ধাওয়ান ৩, কিষান ২১০, কোহলি ১১৩, শ্রেয়াস ৩, রাহুল ৮, ওয়াশিংটন ৩৭, আকসার ২০, শার্দুল ৩, কুলদিপ ৩*, সিরাজ ০*; মুস্তাফিজ ১০-০-৬৬-১, তাসিকন ৯-১-৮৯-২, মিরাজ ১০-১-৮৯-১, ইবাদত ৯-০-৮০-২, সাকিব ১০-০-৬৮-২, আফিফ ১-০-১৪-০, মাহমুদউল­াহ ১-০-১১-০)। বাংলাদেশ: ৩৪ ওভারে ১৮২ (এনামুল ৮, লিটন ২৯, সাকিব ৪৩, মুশফিক ৭, ইয়াসির ২৫, মাহমুদউল­াহ ২০, আফিফ ৮, মিরাজ ৩, তাসকিন ১৭*, ইবাদত ০, মুস্তাফিজ ১২; সিরাজ ৫-০-২৭-১, শার্দুল ৫-০-৩০-৩, আকসার ৫-০-২২-৩, উমরান ৮-০-৪৩-২, কুলদিপ ১০-১-৫৩-১, ওয়াশিংটন ১-০-২-১)। ফল: ভারত ২২৭ রানে জয়ী। সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী। ম্যান অব দা ম্যাচ: ইশান কিষান। ম্যান অব দা সিরিজ: মেহেদী হাসান মিরাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com