স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলার বাংলাদেশ যুব মৈত্রী ৬ ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব মৈত্রী আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে যুব মৈত্রী জেলা সভাপতি শিব পদ গাইনের সভাপতিত্বে, সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় যুব মৈত্রী সহ-সভাপতি তৌহিদুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও সংসদ সদস্য কমরেড এড মুস্তফা লুৎফুলাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অধ্যাপক কমরেড মহিবুলাহ মোড়ল, সাধাঃ সম্পাদক কমরেড এড ফাহিমুল হক কিসলু, সম্পাদক মণ্ডলের সদস্য কমরেড মইনুল হাসান কমরেড স্বপন কুমার শীল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রী জেলা সাধারণ সম্পাদক শেখ মফিজুল হক জাহাঙ্গীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সাধাঃ সম্পাদক অদিতি আদ্রিতা সৃষ্টি, যুব মৈত্রী খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রেজওয়ান রেজা। এছাড়া জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে বেলা ১২ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন হয়। পরে বনাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিশ্ব নাথ কয়াল।