কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে চিকিৎসা সেবা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রতিবন্ধীদের সেবা মূলক কার্ক্রমের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আরিফুজ্জামান। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (সমাজকল্যাণ মন্ত্রাণালয়) সাতক্ষীরার ফিজিওথেরাপি (অর্থো ও নিউরো ডাক্তার হাবিবুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামানসহ প্রতিবন্ধী ব্যক্তিগণ। সভায়, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অনুমোদিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সাতক্ষীরার রসুলপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ববধানে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহনের পরামর্শ দেয়া হয়।