কেশবপুর (যশোর) প্রতিনিধি \ যশোর জেলার কেশবপুর উপজেলা বাসীর মাঝে মোবাইল সেবা ছড়িয়ে দিতে গ্রামীণফোনের একটি নতুন সেবাকেন্দ্র সোমবার দুপুরে কেশবপুর শহরের তৃষাপ্লাজার নীচতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গ্রামীণফোনের খুলনা সার্কেল রিটেইল হেড মোহাম্মেদ শোয়েব আনসার এর সভাপতিত্বে উৎসব মুখর পরিবেশে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, কেশবপুর আড়তদার ব্যাবসায়ী সমিতির সভাপতি মতিউর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, গ্রামীণফোনের যশোরের ক্লাস্টার ম্যানেজার (সাউথ) সাইফুল ইসলাম, খুলনার রিটেইল চ্যানেল ম্যানেজার এ.টি. এম. মোরসালিন চৌধুরী ও রিটেইল চ্যানেল ম্যানেজার সরোয়ার মুর্শেদ। অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে।